Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

             সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার দপ্তর,পলাশবাড়ী,গাইবান্ধায় স্বাগতম




গল্প নয় সত্যি

গাইবান্ধার পলাশবাড়ীতে মাছ চাষে ব্যপক সাফল্য অর্জন করে এলাকায় দৃষ্টান্ত স্থাপন করেছেন মিলন মিয়া। মিলন উপজেলার হোসেনপুর ইউনিয়নের জগন্নাথপুর গ্রামের আবুল কালামের ছেলে কঠোর পরিশ্রমে তিনি নিজেকে প্রতিষ্ঠিত করেছেন একজন আদর্শ মৎস্যচাষী হিসেবে ।মিলন মিয়া জানান ২০১১ শুকনো মৌসুমে ছোট পুকুরে দুই লিটার রেণু ফুটিয়ে পোনামাছ বিক্রি করে সে সময় ৫০,০০০/টাকা মুনাফা পায় । ২০১৩ সালে বাৎরিক ভাড়ায় ২৫ শতক একটি পুকুর লিজ নিয়ে সেখানে ছয় হাজার টাকায় ২ লিটার কই ও শিং  মাছের রেণু চাষ করে খরচ হয় ৩ লাখ টাকা,মাছ বিক্রি হয় ৭লাখ টাকা এর পর থেকে তাকে আর পিছনে তাকাতে হয়নি ।  বর্তমানে ৪ টি পুকুরে মাছ চাষ করছেন যার লিজ  এর জন্য দিতে হয় প্রায় ১ লক্ষ টাকা ।  এর মধ্যে ৩ টি পঞ্চাশ শতক করে এবং একটি  ষাট শতক পুকুরে  তেলাপিয়া ,পাবদা,গুলশা ,শিং মাগুর মাছ চাষ করে খরচ হয়েছে  সাড়ে পাঁচ লক্ষ টাকা।এবং প্রায় ১২ লক্ষ  বিক্রি করা হয়েছে বলে তিনি জানান । তার সফলতায় অনুপ্রাণিত হয়ে  এলাকার অনেক বেকার যুবক মাছ চাষে ঝুকে পড়েছেন ।  মিলন মিয়া দিন রাত পুকুর পাড়ে অবস্থান করে মাছের পরিচযা করেন ।